মা ও শিশু স্বাস্থ্য সেবা: (বিনা মূল্যে)
· গর্ভবতী সেবা
· স্বাভাবিক প্রসব সেবা
· গর্ভত্তর সেবা
· এম আর সেবা
· নবজাতকের সেবা
· ৫ বছরের কম বয়সী শিশুদের সেবা
· প্রজনন তন্ত্রের সেবা/যৌনবাহিত রোগের সেবা
· ই,পি আই সেবা
· ভিটামিন এ ক্যাপসুল বিতরণ
পরিবার পরিকল্পনা সেবা:(বিনামূল্যে প্রদত্ত)
· পরিবার পরিকল্পনা বিষয়ক পরামর্শ
· খাবার বড়ি
· জন্ম নিরোধক ইনজেকশন
· আই, ইউ, ডি/সি টি
· ভ্যাসেকটনি/এন এস ভি (স্থায়ী পদ্ধতি)
· টিউবেকটনী (স্থায়ী পদ্ধতি)
· পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহন/ব্যভহার জনিত পার্শ্বপ্রতিক্রিয়া ও জটিলতা সেবা।
প্রয়োজনে যে কোন রোগীকে উচ্চতর সেবা কেন্দ্রে প্রেরণ করা। এছাড়াও নির্ধারিত কেন্দ্রে বেসিক জরুরী প্রসুতি সেবা/ সমন্বিত জরুরী প্রসূতি সেবা প্রদান করা হয়ে থাকে।স্যাটেলাইট ক্লিনিকে একই রকম সেবা প্রদান করা হয়।
লালপুর ইউনিয়নে ১৮ থেকে ৪৯ বছর বয়সী সকল দম্পতি পরিবার পরিকল্পনা বিভাগে সুবিধা ভোগী। ইহা ছাড়া আরো প্রায় ২৭,০০০ (সাতাশ হাজার) বিভিন্ন বয়সী জনগোষ্ঠীকেও চিকিৎসা সেবা প্রদান করা হয়। সেহেতু সুবিধা ভোগী রোগীর সংখ্যা ৩০,০০০ (ত্রিশ হাজার)ফলে সকল সুবিধা ভোগীর নাম তালিকায় সংযুক্ত করা সম্ভব হলো না।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS